দেহত্যাগ করলেন পেজাওয়ার মঠ প্রধান বিশ্বেশা তীর্থ স্বামী। কর্নাটকের উদুপি পেজওয়াল মঠের প্রধান ছিলেন তিনি। বার্ধক্যজনিত কারণেই প্রয়াণ হয় বিশ্বেশা তীর্থ স্বামীর। শনিবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
প্রথমে উদুপির একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে স্বামীজির ইচ্ছায় তাঁকে মঠে নিয়ে আসা হয়। সেখানেই আজ সকাল সাড়ে ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮৮ বছর।
এদিন স্বামীজির শারীরিক অবস্থার অবনতীর কথা জেনেই উডুপি পৌঁছেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী।
তিনি আজ সকালে গিয়ে বিশ্বেশা তীর্থ স্বামীর সঙ্গে দেখা করেন। এদিকে স্বামীজির মৃত্যুর সংবাদে সেখানে যান স্থানীয় বিজেপি বিধায়ক রঘুপতি ভাট। তিনি জানান, স্বামীজির দেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজ্জারাকাড়ুতে মহাত্মা গান্ধী ময়দানে রাখা থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও বেঙ্গালুরু থেকে উদুপি পৌঁছান।
কর্ণটক সরকার জানিয়েছে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীজির শেষকৃত্ব সম্পন্ন হবে। বিশ্বেশা তীর্থ স্বামীর প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করে প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি বিশ্বেশা তীর্থ স্বামীজির থেকে শিক্ষা নিতে পেরেছিলাম। গুরু পূর্ণিমার দিনেই আমি তাঁর সঙ্গে দেখা করেছিলাম।’ টুইটবার্তায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) -এর শীর্ষ নেতৃত্ব।