প্রায় আট মাস পর বাংলায় লোকাল ট্রেন চালু হল৷ কিন্তু করোনা পরিস্থিতিতে ট্রেনে উঠতে মানতে হবে কিছু নিয়ম৷
রাজ্য সরকারের দেওয়া নিয়মগুলো হল–(১)যাত্রীদের মাস্ক বা ফেসকভার বাধ্যতামূলক৷ (২)করোনা-সচেতনতায় প্রচারে জোর দিতে হবে৷ (৩)প্রত্যেকটি ট্রেনের কামরা প্রতিদিন স্যানিটাইজ করতে হবে৷ (৪)প্ল্যাটফর্মের শৌচাগার পরিষ্কার রাখতে হবে৷ (৫) প্রয়োজনে স্টেশনের কিছু গেট বন্ধ করে দেওয়া হতে পারে৷ (৬) প্ল্যাটফর্মে রাখতে হবে আইসোলেশন রুম৷ (৭)জোর দিতে হবে ট্রেনের সময়সূচি প্রচারে৷ (৮)যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করবে জিআরপি ও রাজ্য পুলিশ৷ (৯) জিআরপি ও রাজ্যপুলিশকে সাহায্য করবে আরপিএফ৷
অন্যদিকে রেল রাজ্য সরকারের কাছে আবেদন করেছে, গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নোডাল অফিসার নিয়োগ করুক রাজ্যে সরকার৷ আইন- শৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক সুরক্ষা বিধিতে রাজ্যে সরকারকে এগিয়ে আসতে হবে৷ স্টেশনে ঢোকা-বেরনো সময় ভিড় নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করুক রাজ্য সরকার৷
পাশাপাশি প্রত্যেকটি স্টেশনের বাইরে পর্যাপ্ত পরিমাণে পরিবহনের ব্যবস্থা করুক রাজ্য সরকার৷ কোথাও কোনো অবরোধ হলে তা তৎক্ষণাৎ তুলে দেওয়ার ব্যবস্থা করুক রাজ্য সরকার৷
মঙ্গলবার শিয়ালদহ স্টেশন পরিদর্শন করলেন রেল কর্তারা৷ সোমবার শিয়ালদা মেন শাখার বিভিন্ন স্টেশন পরিদর্শন করেছিলেন শিয়ালদহ ডিআরএম৷ পরিষেবা শুরুর আগে গুরুত্বপূর্ণ স্টেশনগুলি খতিয়ে দেখেন তিনি৷
এদিকে রেল-রাজ্য দফায় দফায় বৈঠকের পর সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার থেকে বাংলায় লোকাল ট্রেন চালু হয়েছে৷ রেল সূত্রে খবর, প্রতিদিন ৬৯৬টি ট্রেন চলবে রাজ্যে। প্রতিদিন ভোর ৫টা নাগাদ প্রথম ট্রেন আর দিনের শেষ ট্রেন চলবে রাত প্রায় ১১টা পর্যন্ত৷
প্রথম পর্যায়ে শিয়ালদা ডিভিশনে চলবে ৪১৩টি ট্রেন। আগে শিয়ালদহ শাখায় সারাদিনে ৯১৩ টি ট্রেন চলত। শিয়ালদা উত্তর ও মেইন শাখায় চলবে ২৭০টি ট্রেন।
শিয়ালদহ দক্ষিণ শাখায় চলবে ১৪৩টি ট্রেন৷ এর মধ্যে, ২৭টি শিয়ালদা-বজবজ লোকাল,আর শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর-নামখানা লোকাল ২১টি এবং শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল চলবে ২৪টি৷ এছাড়া হাওড়া শাখায় ২০২টি লোকাল চলবে৷ বাকি ৮১টি ট্রেন চলবে খড়গপুর ডিভিশনে৷