শিশু ধর্ষণ, যৌন হেনস্থার অভিযোগ প্রতিনিয়তই বেড়ে চলেছে। এই অবস্থায় শিশু সুরক্ষা আরও মজবুত করতে পস্কো অর্থাৎ ‘প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস’ আইনকে আরও কঠিন করল কেন্দ্রীয় সরকার। যে সমস্ত সংস্থা বাচ্চাদের নিয়ে কাজ করে তা সে স্কুল হোক বা ক্রেশ অথবা হোক না কেন খেলাধুলার সংস্থা এরপর থেকে এদের প্রতিটি কর্মীর পুলিশ ভেরিফিকেশন করতে হবে। সেই সঙ্গে সংস্থায় জমা দিতে হবে তাঁদের ছবি এবং যাবতীয় তথ্য। এরপর থেকে চাইল্ড পর্ণোগ্রাফির ক্ষেত্রেও আইন আরও কঠোর হবে বলে জানিয়েছে কেন্দ্র। এই ধরণের কোনও জিনিস সোস্যাল মিডিয়া বা অন্য কোনও মাধ্যমে ছড়ানো হলে যে ব্যক্তি এটি পাবেন তিনি স্পেশাল জুভেনাইল ইউনিট অথবা সাইবার ক্রাইমে সেটি রিপোর্ট করতে পারবেন।
এই রিপোর্টে কোথা থেকে কীভাবে তিনি এটা পেয়েছেন সেটি বিস্তারিত জানাতে হবে। রাজ্য সরকারগুলিকে শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে ‘ জিরো-টলারেন্স’ নীতি নিয়ে চলতে বলা হয়েছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে সমস্ত সংস্থা যাঁরা বাচ্চাদের নিয়ে কাজ করেন তাঁদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন সারা বছর। শুধু তাই নয় বাচ্চাদের বয়স অনুযায়ী তাদেরকে নিজেদের নিরাপদ রাখার শিক্ষা দেবে স্কুল। বয়স অনুযায়ী তাদের বুঝিয়ে বলা হবে কীভাবে নিজেদের শরীর মন রক্ষা করবে তারা। বাচ্চাদের বুঝিয়ে বলা হবে কীভাবে দরকার পড়লে চাইল্ড লাইনের সাহায্য নিয়ে নিজেদের সমস্যার কথা নিজেরাই বলতে পারে।