শ্বশুর পার্থ চট্টোপাধ্যায় জেলে। বন্ধ হয়ে গেল ভাগ্নি জামাই প্রসন্ন কুমার রায়ের চা–বাগান। কাজ হারালেন বহু শ্রমিক।
ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা–বাগানের মালিক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই প্রসন্ন। এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের এই জামাই গ্রেফতার হওয়ার পর থেকেই টালমাটাল পরিস্থিতি তৈরি হয় চা–বাগানে। বছর শেষের মুখে বন্ধই হয়ে গেল বামনডাঙা চা–বাগান। ফলে সমস্যায় পড়লেন শ্রমিকরা।
এদিকে সোমবার রাতেই লকআউট নোটিশ ঝুলিয়ে দেয় বাগান কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কাজে এসে শ্রমিকরা দেখেন নোটিশ ঝোলানো। কাজ নেই। চোখের জল ফেলেন তাঁরা। এই চা–বাগান বন্ধ হওয়ার ফলে এক ধাক্কায় প্রায় ১, ৬০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। তাঁরা চা–বাগানের গেটেই কারখানা খোলার দাবিতে স্লোগান দিতে থাকেন। সম্প্রতি প্রসন্নর গ্রেফতারের পর থেকেই সঠিক সময়ে বেতন হচ্ছিল না।
একসময় এই প্রসন্ন রায় রং মিস্ত্রি ছিলেন। পরে রঙের ঠিকাদারি শুরু করেন তিনি। তারপর কপাল খুলে যায় পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নির সঙ্গে বিয়ে করে। তখন থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বরং আর্থিকভাবে ফুলেফেঁপে উঠতে শুরু করেন প্রসন্ন রায়। এসএসসি দুর্নীতির মিডলম্যান হিসেবে সিবিআই গ্রেফতার করে প্রসন্নকে। তাঁর মাধ্যমেই চাকরিপ্রার্থীরা টাকা পৌঁছে দিত বলে অভিযোগ উঠেছে। এখন বিপদে পড়েছেন শ্রমিকরা।