হবু চিকিৎসকদের সঙ্গে এক নতুন খেলা শুরু করল রাজ্য সরকার। রাজনৈতিক মহলের কথায় এই খেলার নাম “মমতা গরম, পার্থ নরম !”
শুক্রবার সকালে খুব নরম ভাষায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট মারফৎ রাজ্যের জুনিয়র ডাক্তারদের উদ্দেশে বার্তা পাঠালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে গিয়ে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হুঁশিয়ারি দিয়েছিলেন ৪ ঘণ্টার মধ্যে কর্মবিরতি না তুললে হোস্টেল খালি করে দিতে হবে। সেই হুমকিতে অবশ্য জুনিয়র ডাক্তাররা কর্ণপাত করেননি। মুখ্যমন্ত্রীর অবস্থান থেকে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি ঘুরে পার্থ চট্টোপাধ্যায় অনুরোধ করলেন হবু ডাক্তারদের “বন্ধু” সম্বোধন করে। দাড়ি-কমা হীন এই ফেসবুক বার্তায় নিজের ছাত্র আন্দোলনে যুক্ত থাকার কথা স্মরণ করিয়েছেন পার্থ।
ফেসবুক বার্তায় তিনি বলেছেন, “আমি আন্দোলনকারী আমার ছোট ছোট ডাক্তার বন্ধুদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাই যতই ভুল-বোঝাবুঝি হোক না কেন মানুষের উপর বিশ্বাস রাখো আমি নিজেও ছাত্র রাজনীতি করে পরে বড় পদে আসীন হয়েও মনে হয়েছে আমাদের সকলের যেন নিজের পেশায় নিযুক্ত থেকেও মানুষের সেবায় আত্ম নিয়োজিত থাকি আমি জানি তোমরা সেই পথে বিশ্বাস করো মানুষের সেবা যাতে হাসপাতালগুলোতে হয় সেদিকটা কে দেখে তোমাদের যে অভিমানের দিক দিয়ে বিষয়গুলি সরকারকে জানাতে চাও তা অবশ্যই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বেরোবে মানুষকে বিপদে ফেলে তাদের আশীর্বাদ থেকে নিজেদের বঞ্চিত করবে কেন আমি নিজে থেকেই তোমাদের কাছে তোমাদের নিরাপত্তা যেমন দরকার তেমনি রোগগ্রস্ত মানুষ তোমাদের সেবায় ভালো হয়ে উঠবে এটাই আমার প্রার্থনা তোমরা একটু বিষয়টি আবেগ দিয়ে নয় হৃদয় দিয়ে বিবেচনা করবে এই আশা রাখি।”
শিক্ষামন্ত্রী এমন কাতর আবেদনের পর যে জুনিয়র ডাক্তারদের মন গলবে না তা নিশ্চিত রাজনৈতিক মহল। কারন মুখ্যমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ চিকিৎসকরা এখনও তাঁর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা দাবি তুলছেন। আর পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট যে কোনও সঠিক সমাধানের পথ নয়, তাও বোঝেন ভবিষ্যতের চিকিৎসকূল। তাই “মমতা গরম, পার্থ নরম” এই খেলায় ভুলতে নারাজ জুনিয়র ডাক্তাররা!