সিবিআই দফতরে হাজিরা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার দুপুরে সিজিও কমপ্লেক্সে যান তিনি। এছাড়া এদিনই রাজীব কুমারও উপস্থিত হয়েছেন সেখানে।
সাত দিনের মধ্যে তাঁকে সিবিআইয়ের সদর দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে দেওয়ার কথা বলা হয়েছিল। এরপরই তিনি সিবিআই দফতরে হাজির হন।
সূত্রের খবর, জাগো বাংলা পত্রিকার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি নিয়ে তাঁকে তলব করা হয়েছে৷ সিবিআই জানাচ্ছে, জাগো বাংলা পত্রিকার মধ্যে চিটফাণ্ডের বেশ কিছু টাকা ঢুকেছে৷ সম্ভবত সেই নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে৷
একই কারণে এর আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে তলব করেছিল সিবিআই। জাগো বাংলার অ্যাকাউন্টে সারদার টাকা ঢুকল, তা নিয়েই ডেরেককে জেরা করা হয়েছে। একই কারণে জেরা করা হবে পার্থকে।
৯ অগাস্ট দিল্লিতে সিবিআই অফিসে হাজিরা দেন ডেরেক।
এতদিন পর্যন্ত সারদা-কাণ্ডেই জেরা চলছিল কলকতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের। চলতি মাসে তাঁকে রোজভ্যালি-কাণ্ডে তাঁকে তলব করা হয়।
সারদা মামলায় রাজীব কুমারকে শিলংয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার। সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ দেয়।