করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। দিল্লি সহ দেশের একাধিক রাজ্য়ের পরিস্থিতি বেশ খারাপ। অক্সিজেনের অভাবে ধুঁকছে মানুষ। তবে এবার এই সমস্যা কাটিয়ে উঠছে দিল্লি। শুক্রবার এই সুখবর শুনিয়েছেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি তিনি এও জানিয়েছেন রাজ্য জুড়ে আগামী ৩ মাসের মধ্য়ে ভ্যাকসিনেশন প্রক্রিয়াও শুরু করে দেওয়া হবে। তবে তার আগে মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। গত কয়েক সপ্তাহে দিল্লিতে যে মৃত্যুমিছিল দেখা দিয়েছে এ পরিস্থিতির অবনতি হয়েছে, সেই নিয়ে সেই বৈঠকে আলোচনা হবে।
কেজরিওয়াল জানিয়েছেন, “বর্তমানে দিল্লিতে অক্সিজেনের সংকট নেই। যাতে কোনও রোগীর অবস্থার অবনতি না হয় তার জন্য আমাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন বেড রয়েছে।” উপমুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও জেলাশাসকদের সঙ্গে বৈঠকে একথা জানান কেজরিওয়াল। তিনি এও জানিয়েছেন দিল্লি সরকার রাজ্যের সব মিডিয়া আউটলেটগুলির জন্য তাদের অফিসে একটি কোভিড -১৯ টিকা দেওয়ার অভিযান শুরু করবে। এর ব্যয়ও বহন করবে তারা। করোনার দ্বিতীয় ঢেউ ভারতের যে রাজ্যগুলিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে তার মধ্যে দিল্লি একটি। এখানকার হাসপাতালগুলি শয্যা এবং অক্সিজেনের অভাব দেখা দেয়। গত কয়েক সপ্তাহে মহামারীর দ্বিতীয় ঢেউয়ে ভারত অতিরিক্ত ১৫ লক্ষ নতুন সংক্রমণ হয়েছে এবং প্রতিদিনের মৃত্যুর সংখ্যা বেড়েছে।
কয়েক সপ্তাহ ধরে, দিল্লি এবং কেন্দ্র সরকারের তরফে পর্যাপ্ত অক্সিজেনের না পাওয়ার ঘটনা হাই কোর্ট পর্যন্ত গড়িয়েছে। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন করে ১৯ হাজার ৮৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৪১ জনের। এদিকে দিল্লিতে অক্সিজেন সরবরাহ নিয়ে কেন্দ্রকে কড়া আদেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে আদেশ দিয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দিল্লিকে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতে হবে। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বলে যে, একবার মাত্র অক্সিজেন দিলে কাজ হবে না।