এবার মেয়র পারিষদের কাছে পৌঁছাল নোটিশ। এই নোটিশটি পাঠানো হয়েছে কলকাতা পুরসভার তরফে। জানা গেছে, খোদ মেয়র পারিষদের বাড়ির বাইরে পাওয়া গেছে জমা জল ও সেই জমা জলে পাওয়া গেচে ডেঙ্গুর লার্ভা। এই মর্মেই মেয়র পারিষদকে পাঠানো হল নোটিশ, যাতে তিনি নিজের বাড়ির আশেপাশের পরিবেশের যথাযথ ব্যবস্থা নেন।
মেয়র পারিষদ তারককে নোটিশ পাঠানো হয় চলতি মাসের ১০ তারিখে। ডেঙ্গুর প্রকোপ কলকাতায় বাড়তেই তৎপর হতে দেখা কলকাতা পুরসভাকে। সেটার উদাহরণ পরিলক্ষিত হয় মেয়র পারিষদকে নোটিশ পাঠানোকে কেন্দ্র করেই। কলকাতা পুরসভার তরফে মূলত একটি অভিযান চালানো হয়। এই অভিযানের অধীনেই খতিয়ে দেখা হয় যে, কলকাতার বাসিন্দারা ডেঙ্গুর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা যথাযথ পদক্ষেপ নিতে পারছে কিনা।
এলাকা পরিদর্শনকে কেন্দ্র করে কলকাতা পুরসভার তরফে একটি রিপোর্ট পেশ করা হয়। এই রিপোর্টেই দেখা যায় যে, মেয়র পারিষদের বাড়ির বাইরে, টবে ও বিভিন্ন জায়গায় জল জমতে দেখা গেছে। এই জমা জলেতেই আবার ডেঙ্গুর লার্ভা পরিলক্ষিত হয়েছে। আর এরপরেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। পুরকর্মীদের এই তৎপরতাকে কেন্দ্র করে আবার খুশি জাহির করেছেন মেয়র পারিষদ।