পাঞ্জাব, উত্তরপ্রদেশ , দিল্লি, বিহারে বছরের শেষে শীতের কড়া ঠাণ্ডা ফের পেতে চলেছে। এমনটা হতে পারে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। এবার এক্কেবারে কমল সতর্কতা জারি করা হল দেশের এই সমস্ত রাজ্যে।
কোনও জায়গায় ন্যূনতম তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামে কিংবা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নেমে যায়, তখনই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। ঠিক সেটাই হবে বছর শেষের ঠিক আগে অর্থাৎ ৩০ ও ৩১ ডিসেম্বর। যার জন্যই কমল সতর্কতা দিয়েছে মৌসম ভবন। যেমন সোমবারেই চুরুতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ০.৬ ডিগ্রিতে। এর পরে নারাউল এবং লুধিয়ানার তাপমাত্রা নেমেছিল ১.৬ এবং ২.১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে মূলত মঙ্গলবারের মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছিল। এছাড়াও গ্রাউন্ড ফ্রস্ট এবং ঘন কুয়াশাও থাকবে কোনও কোনও স্থানে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে হরিয়ানা, উত্তর রাজস্থানের কোনও কোনও স্থানেও। মধ্যপ্রদেশেও ৩০ ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ হানা দিতে পারে। সৌরাষ্ট্রের উত্তরাংশ এবং কচ্ছে আজ মঙ্গলবার থেকেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে খবর।
মূলত ৩১ ডিসেম্বর ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লিতে। কাশ্মীরে ইতিমধ্যেই চিল্লাই কালানের অধীনে। প্রবল ঠান্ডার কবলে ভূস্বর্গ। লেকগুলিও জমে বরফ হয়ে গিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ডাল লেক। একই সঙ্গে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, জম্মু, কাশ্মীর ও লাদাখে। এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাত হতে পারে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে।
এদিকে মঙ্গলবার আরও কমল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার তাপমাত্রা। কলকাতায় যেদিন শীতলতম দিম সেদিনই দক্ষিণের অনেক জেলায় পূর্বাভাস মতোই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। মঙ্গলবার সেই পরিস্থিতি জারি রইল। দক্ষিণের সবচেয়ে কম তাপমাত্রা রয়েছে পানাগড়ে। সামনে আরও শীতের পূর্বাভাস মিলছে হাওয়া অফিস সূত্রে। মঙ্গলবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ৯.২ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১১.০ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, হলদিয়ায় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ৭.২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুন্ডা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাঁকুড়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১১.০ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস,দিঘায় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৮.২ ডিগ্রি সেলসিয়াস।