বিগত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে ছিল হিরণের নাম। একটি ভাইরাল ফটোকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছিল যে, হিরণ তৃণমূলের ফিরতে চলেছেন। তবে, এই জল্পনা তিনি নিজেই তুড়ি মেরে উড়িয়ে দিলেন। সাংবাদিকদের সামনেই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
বিজেপি নেতা হিরণের বক্তব্য, “চোরেদের দলে যাওয়ার কোনও প্রশ্ন নেই”। অভিষেকের ‘তৃণমূলের দরজা’ প্রসঙ্গে তাঁর আরও সংযোজন, “দরজা নয়, জানলা সামান্য খুললেই তৃণমূলে যে ভাল নেতারা রয়েছেন, তাঁরা বিজেপিতে চলে আসবেন। পশ্চিমবঙ্গকে বাঁচাতে তাঁরা বিজেপিতে যোগ দেবেন”। একইসঙ্গে তাঁর আরও দাবি, “মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে তৃণমূলে এসেছিলেন, কিন্তু পরে দেখা গিয়েছে সবাই চোর”।
তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই পাল্টা মন্তব্য করেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর বক্তব্য, “তৃণমূলের দরজায় কড়া নেড়ে বিফল হয়ে এসব বলছেন হিরণ”। তিনি একইসঙ্গে প্রশ্ন করেন যে, যে ফটো নিয়ে উথালপাথাল হয়ে গেল রাজ্য, সেই ফটো নিয়ে এত পরে কেন তিনি মুখ খুললেন। এর উত্তরে হিরণ জানান যে, তিনি মধ্যপ্রদেশ থেকে আসার পরই দুবাই গেছিলেন। তাই তাঁর এই প্রসঙ্গে কোনো মন্তব্য করা সম্ভব হয়নি।