দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। ধৃতের নাম সুকেশ যাদব। তাঁর বিরুদ্ধে একটি সরকারি প্রকল্প থেকে ১ কোটি টাকা কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। ধৃত সুকেশ যাদব মালদার রতুয়ার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান।
প্রসঙ্গত, গতকাল নজরুল মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, দলের কোনও নেতা যদি কাটমানি নেন, তাহলে বরদাস্ত তা করবেন না। এরপর তিনি নজিরবিহীন ভাবে প্রকল্প ধরে ধরে বলতে থাকেন কোন প্রকল্পে তাঁর দলের নেতারা কত টাকা করে কাটমানি খেয়ে থাকেন। মমতা বলেন, “কেন সরকারি প্রকল্প থেকে ২০ শতাংশ কেটে নেওয়া হবে? বাংলার আবাস প্রকল্প থেকে ২৫ হাজার কাটমানি নিতে হবে? সমব্যথী প্রকল্পের ২ হাজার থেকেও ২০০ টাকা নিতে হবে? এই সব করবেন না৷ যারা নিয়েছেন, ফিরিয়ে দিন৷”
মুখ্যমন্ত্রীর এ হেন বক্তব্যের পর ২৪ ঘণ্টা ঘুরতে না ঘুরতেই গ্রেফতার হলেন মালদহের রতুয়ার নেতা সুকেশ যাদব। তাঁর বিরুদ্ধে নির্মল বাংলা মিশনের শৌচালয়ের টাকা নয়ছয় ও কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রায় এক কোটি টাকা গরমিল পাওয়া গিয়েছে। তৃণমূলের মালদা জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর ঘটনার কথা স্বীকারও করেছেন।
এদিকে এই ঘটনায় একদিকে যেমন দলের দুর্নীতিপ্রবণ অন্য নেতাদের বার্তা দেওয়া গেল, অন্য দিকে তেমন দিনের আলোর মতো পরিস্কার হয়ে গেল, যে অভিযোগ গোটা রাজ্যের শাসক দলের ছোট থেকে বড় নেতার বিরুদ্ধে তুলে থাকেন বিরোধীরা তা মোটেই মন গড়া নয়। প্রসঙ্গত, নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে বলে গেছিলেন, তৃণমূল হল তোলাবাজদের দল।