বর্ষবরণ উপলক্ষে ডাকটিকিটে স্থান ৭ কৃতী বাঙ্গালীর

নববর্ষ উপলক্ষ্যে সাতজন কৃতী বাঙ্গালীকে বিশেষ সম্মান জানিয়েছে ভারতীয় ডাক বিভাগ। সঙ্গে রয়েছে একটি ডিজিটাল সংবাদ মাধ্যম। বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে সাতজনকে বিশেষ সম্মান জানানো হয়েছে। প্রকাশ করা হয়েছে তাঁদের ছবি ছাপানো ডাক টিকিট।

এই সাতজন কৃতী বাঙ্গালী হলেন নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তবলাশিল্পী পণ্ডিত তন্ময় বোস, রাজনৈতিক ব্যক্তিত্ব শোভনদেব চট্টোপাধ্যায়, যাদুকর পি সি সরকার, অভিনেতা ইন্দ্রাণী হালদার, টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী এবং প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়।

বুধবার বিকেল ৪টেয় কলকাতার জিপিও বিল্ডিংয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যার নাম ‘‌সপ্তপর্ণী’‌। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোস্ট মাস্টার জেনারেল সহ কলকাতার অনেক বিশিষ্ট মানুষ। পরিকল্পনা রূপায়ণের দায়িত্বে ছিলেন দীপাঞ্জন ঘোষ এবং প্রীতম সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.