আপাতত বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই রাজ্যে। মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে বাংলা সংলগ্ন বিহারে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তাই এ সপ্তাহ বৃষ্টি মাথায় নিয়েই দিন কাটবে রাজ্যবাসীর এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। মেঘাচ্ছন আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানালো আলিপুর আবহাওয়া দফতর। যদিও আগামী এক-দু’ঘণ্টার মধ্যে কালো মেঘে ঢাকতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ উপকূল।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগণা এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশ কয়েকদিন ধরেই ঘূর্নাবাতের জের জেলায় জেলায় বৃষ্টির দাপট ছিল. এদিকে আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।তবে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই জানালো হাওয়া অফিস।