জ্বালানির দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে, অথচ কমিশন বাড়েনি। তাই কমিশন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবি নিয়ে আজ সোমবার থেকে ধর্মঘটের ডাক দিল অ্যাপ-ক্যাব চালকদের সংগঠন। ওই সংগঠনের দাবি, দিনের পর দিন জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রোজগার কমেছে। গরম পড়েছে এসি চালাতে হচ্ছে, ফলে সমস্যা আরো বেড়েছে। অন্যদিকে কলকাতা অ্যাপ ক্যাব অপারেটার্স ইউনিয়নও অন্দোলনে নামছে। সোমবার তারাও ধর্মঘট ডেকেছেন। অপরদিকে বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নগুলো এই আন্দোলনে নৈতিক সমর্থন করেছে। ফলে সোমবার ব্যস্ত সময়ে রাস্তায় গাড়ির সংখ্যা কম থাকবে ফলে নাকাল হতে হবে নিত্য যাত্রীদের।
কলকাতা ওলা-উবর অ্যাপ ক্যাব অপারেটার অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নগুলো জানিয়েছে , এসি এবং নন-এসি-এই দুরকমর পরিষেবা চালু করতে হবে। এসি চালালে তার জন্য আলাদা ভাড়া লাগবে। আর এসি না-চালালে তার জন্য অন্য রকম ভাড়া লাগবে। এই দুই ধরনের অপশন চালু করতে হবে। এছাড়াও তারা আরও দাবি করেছেন যে, তেলের দাম কমাতে হবে। কোম্পানির কমিশন কমাতে হবে। সেইসঙ্গে চালকদের উৎসাহ ভাতা বা ইনসেনটিভ বাড়াতে হবে। যাত্রী তোলার জন্য নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে। ২ কিলোমিটারের মধ্যে যাত্রী তুলতে হবে। বিনা কারণে কোনো চালকের আইডি বন্ধ করা যাবে না। বন্ধ আইডি খুলে দিতে হবে।
সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ জানিয়েছেন যে, পেট্রল ডিজেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। ফলে গাড়ি চালিয়ে দিন শেষে ঘরে টাকা নিয়ে যাওয়া যাচ্ছে না। আয় বলে কিছুই থাকছে না। তিনি আরো অভিযোগ তুলেছেন যে উবের সংস্থা চালকদের উপর এক প্রকার শোষণ চালাচ্ছে। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী সর্বোচ্চ ২০ শতাংশ কমিশন নেওয়ার কথা। সেখানে কমিশন নিচ্ছে ২৫ শতাংশ। যাত্রী তোলার নিয়ম ২ কিলোমিটারের মধ্যে।কিন্তু তা মানা হচ্ছে না। সেক্ষেত্রে ৫ থেকে ৬ কিলোমিটার হয়ে যাচ্ছে।
সংগঠনের সভাপতি আরোও জানিয়েছেন বারবার তাদের সমস্যার কথা জানিয়েও কোনো সমাধান হয়নি। তাই কমিশন বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে লাগাতার আন্দোলন করেছেন ডাক দিয়েছে অ্যাপ ক্যাব অপারেটার অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নগুলো।অবশেষে বাধ্য হয়ে ১৫ ই মার্চ থেকে লাগাতার ধর্মঘটের পথে হাঁটছেন।জানা গিয়েছে ,নিজস্ব আইডি বন্ধ রাখবে সমস্ত চালকরা। এবং কলকাতায় ওলা ও উবের সংস্থার সামনে বিক্ষোভ দেখাবে অ্যাপ ক্যাব অপারেটার অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নগুলো।