সাংসদ হিসেবে প্রথম অধিবেশনে যোগ দেওয়া যে কোনও সংসদ সদস্যের কাছে স্বপ্নের মতো! কিন্তু জীবনের প্রথম সংসদের অধিবেশনে যোগদান বাদ দিয়ে ভাবী স্বামী নিখিল জৈনের সঙ্গে তুরস্ক উড়ে গেলেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান। লক্ষ্য “ডেস্টিনেশন ম্যারেজ”! অথচ ১৭ জুন শুরু হচ্ছে নতুন সরকারের আমলে প্রথম সংসদ অধিবেশন।
শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে বেশ খোশ মেজাজেই তুরস্কের বিমান ধরেন তিনি। তার আগে এদিন দুপুরে বাবা সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন মুহূর্তের ছবি পোস্ট করেন এই তন্বী অভিনেত্রী। সঙ্গে লেখেন পিতার প্রতি তার ভালোবাসার কথা।
অন্যদিকে, নিখিল-নুসরত বিয়ের প্রস্তুতির খবর রীতিমত আলোচনার বিষয় টলিপাড়ায়। তুরস্কের ঐতিহাসিক শহর বোদরুমকেই “ডেস্টিনেশন ম্যারেজ”এর জন্য বেছে নিয়েছেন নুসরত। ১৯ জুন বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ায় বসছে বিয়ের আসর। ১৭ তারিখে ইয়ট পার্টির আয়োজন করা হয়েছে। ১৮ তারিখে হবে মেহেন্দি ও সঙ্গীত। ২০ জুন বিয়ে।
বিয়ের জন্য বর-কনে দু’জনেরই পছন্দ ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নিজের হাতে তৈরি জমকালো পোশাক। সদ্য বসিরহাট লোকসভা এলাকা থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন নুসরাত জাহান। রবিবার বিকেলের মধ্যে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত ২২ জন সদস্যকে দিল্লি পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছিল। বেশিরভাগ সাংসদরা দিল্লি পৌঁছে গেলেও ছাড় দেওয়া হয়েছে এই গ্ল্যামারাস অভিনেত্রীকে।
১৭-২১ জুন বিয়ের যাবতীয় অনুষ্ঠানের সাঙ্গ করে ২৫ জুন কলকাতায় ফেরার কথা তাঁর। তারপরই তাঁর সুবিধা মতো দিল্লি গিয়ে সাংসদ পদে শপথ নিয়ে আসবেন নুসরাত জাহান।