পশ্চিমবঙ্গে (west bengal) করোনা ভাইরাসে(corona virus) আক্রান্ত মৃত্যুর সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়াল ১৪০-এ। মঙ্গলবার নবান্নে (Nabanna) মুখ্য সচিব রাজীব সিনহার বদলে সংবাদমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তার দেয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮৫ জন। গতকাল রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা ছিল ১২৫৯। আরও ৮৫ জন নতুন করে যুক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৪৪। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও সাত জনের। রাজ্য সরকারের মতে, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে মৃতের সংখ্যা এ রাজ্যে ৬৮। করোনা সংক্রমণের সঙ্গে অন্য কো-মর্বিডিটিতে মৃত্যুর সংখ্যা সব মিলিয়ে ১৪০। এই মুহূর্তে চিকিৎসা চলছে ৯৪০ জনের।
প্রসঙ্গত, এদিন সকালে পশ্চিমবঙ্গে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩৩ জনের, বর্তমানে আক্রান্তের সংখ্যা ১২৫৯। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে রাজ্যে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ১২৫৯। মৃতের সংখ্যাও একলাফে বেড়ে হয়েছে ১৩৩! কিন্তু বিকেল হতেই সেই সংখ্যা ১৪০ জন হয়ে গেল।