করোনা সংক্রমণ আটকাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। তবে করোনা ভ্যাকসিন নেওয়ার পরও কিন্তু কিছু নিয়ম মেনে চলা জরুরি। অনেকেই মনে করেন প্রথম ডোজ নেওয়ার পর তাঁরা সুরক্ষিত। তা কিন্তু নয়। অবশ্যম্ভবীভাবে তাঁদের দ্বিতীয় ডোজ কিন্তু নিতে হবে। এরপর ২ সপ্তাহ কেটে গেলে তবেই করোনা প্রতিরোধে সক্ষম হয়ে উঠবে তাঁদের শরীর। তবে তার পাশাপাশি মেনে চলতে হবে কিছু নিয়ম।
ভ্যাকসিন দেওয়ার মানে আপনি COVID-19 থেকে সম্পূর্ণ রক্ষা পেয়ে গিয়েছেন তা কিন্তু নয়। কারণ কোনও ভ্যাকসিনের এখনও পর্যন্ত শতভাগ সাফল্যের হার নেই। এমনকী কোভিডের টিকা দেওয়ার পরেও আপনার শরীরে করোনার হালকা লক্ষণ দেখা দিতে পারে।
বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরুন।
নিজেকে সুরক্ষিত রাখতে জনবহুল জায়গায় যাবেন না। অন্যের থেকে কমপক্ষে ছয় ফুট দূরত্ব বজায় রাখুন।
যদি আপনার শরীরে করোনার উপসর্গ দেখতে পান তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। ভ্যাকসিন নিয়েছেন বলে এড়িয়ে যাবেন না।
টিকা তার কাজ শুরু করতে কিছুটা সময় নেয়। দ্বিতীয় ডোজ নেওয়ার কয়েক সপ্তাহ পরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে।
টিকা দেওয়ার প্রথম দু’দিনের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে জ্বর বা মাথাব্যথা হতে পারে। এক্ষেত্রে প্যারাসিটামল নিতে পারেন।
টিকা দেওয়ার ২ থেকে ৩ দিন পর্যন্ত কঠোর শারীরিক কাজ এড়িয়ে চলুন।
এখনও পর্যন্ত কোনও সমীক্ষায় এমন জানা যায়নি যে ভ্যাকসিন নেওয়ার পরে অ্যালকোহল নেওয়া যাবে না। তবুও অ্যালকোহল নেওয়ার জন্য ভ্যাকসিন গ্রহণের কয়েক দিন পর পর্যন্ত অপেক্ষা করুন। তবে অবশ্যই হালকা পরিমাণ অ্যালকোহল নিন। কারণ টিকা নেওয়ার পরে আপনার শারীরিক অবস্থা কী থাকবে তা অন্যান্য সময়ের মতো নয়। তাই সাবধানে থাকতে দোষ নেই। এছাড়া অনেকের মধ্যেই ভ্যাকসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ভ্যাকসিন গ্রহণের প্রথম ২ থকে ৩ দিনের মধ্যে জ্বর, মাথা ব্যথা, কাশি, সর্দি ইত্যাদি হতে পারে। এটি প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা। এক্ষেত্রে উদ্বেগের কোনও কারণ নেই। তবে যদি আপনি যদি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তবে চিকিৎসকের পরামর্শ নিন।