নোবেল জয়ী হয়েছেন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Avijit Binyak Banerjee)। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নোবেল প্রাইজ পেয়েছেন বাংলা থেকে। শুনতে আজব মনে হলেও বিষয়টি সত্যিই ঘটেছে। বুধবার শারদোৎসবের পর আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শেষে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে পাশে বসিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই দু’দফায় অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন মমতা।
ঘটনাচক্রে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন ভাইপো। যিনি আবার শাসক দল তৃণমূল কংগ্রেসের বর্তমানে ‘সেকেন্ড-ইন-কমান্ড’-ও বটে। দলে অঘোষিত ভাবে তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী। এদিন দুপুরে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য দুবার অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা নিয়ে ব্যাপক ট্রোলিং শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্রোলিংয়ে নিশানা করা হচ্ছে মুখ্যমন্ত্রী ও তাঁর সাংসদ ভাইপোকে। কটাক্ষের সুরে বলা হচ্ছে, “পিসি আমাদের ভিত্তি, আর ভাইপো যে আমাদের ভবিষ্যৎ! আসলে মুখ্যমন্ত্রী তাই বলতে চেয়েছিলেন।” তবে প্রশাসনিক মহল থেকে বলা হচ্ছে, ভুলবশত অভিজিতের বদলে অভিষেক বলে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।