এ যেন বাঘের ঘরে ঘোগের বাসা ! উত্তরবঙ্গের করোনা (Coronavirus) পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে কোভিড সংক্রমণে আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গ (west bengal)সরকারের পাঠানো প্রতিনিধি দলের এক চিকিৎসক সদস্য। ফলে প্রতিনিধি দলের বাকি সদস্যদের পাঠানো হল কোয়ারেন্টাইনে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ২৮ এপ্রিল রাতে কলকাতা থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২৭ জনের একটি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের দলকে চিকিৎসা ব্যবস্থার জন্য পাঠানো হয়। ওই ২৭ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন কাওয়াখালির একটি ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। ২৯ এপ্রিল ওই চিকিৎসক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিজের কাজে যোগ দেন। তাঁকে হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল।
তিনদিন কাজ করার পর তাঁর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের উপসর্গ দেখা দেয়। তৎক্ষণাৎ তাঁর লালারসের পরীক্ষা করা হলে তাতে করোনা ভাইরাসের জীবাণু মেলে। এরপরই তাঁকে মাটিগাড়া কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ওই চিকিৎসকের সংস্পর্শে আসা প্রত্যেক চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ইতিমধ্যে লালারস সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ (North Bengal Medical College) কর্তৃপক্ষ। করোনা মোকাবিলায় রাজ্যের নিযুক্ত উত্তরবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসার অন স্পেশ্যাল ডিউটি চিকিৎসক সুশান্ত রায় বলেছেন, “ওই চিকিৎসকের বৃহস্পতিবার সব টেস্ট রিপোর্ট পজিটিভ আসে তাঁকে মাটিগাড়া হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।”