মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র প্রদান করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ন কবীর ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাফুজা খাতুন।
এদিন দুপুরে প্রথমে মিছিল করে দলীয় কর্মীদের নিয়ে জেলা প্রশাসনিক ভবনে আসেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাফুজা খাতুন। সেখানে গিয়ে মনোনয়ন পত্র প্রদান করেন মাফুজা খাতুন।
এদিন মনোনয়নের পর তিনি জানান প্রচারে সংখ্যালঘু মহিলাদের থেকে সব থেকে ভালো সাড়া মিলছে। তিনি আরও বলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে প্রায় ৬০ শতাংশের কাছাকাছি বিড়ি শ্রমিক রয়েছে কিন্তু এতদিন যিনি সাংসদ ছিলেন তিনি তাদের জন্য কোনও কাজই করেনি। বিড়ি শ্রমিকেরা যে তিমিরে ছিলেন সেখানেই থেকে গেছেন। তাই এই কেন্দ্রে তাঁর এবার জয় নিশ্চিত বলেই মনে করছেন মাফুজা।
এর কিছুক্ষন পর কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে আসেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ন কবীর। তিনিও মনোনয়ন পত্র প্রদান করেন এদিন।
মনোনয়ন পত্র প্রদান করার পর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ন কবীর বলেন এই কেন্দ্রে জমজমাট লড়াই হবে। গত পঞ্চায়েত নির্বাচনে প্রায় ৮৫ শতাংশ কেন্দ্রে ভোট হতে দেয়নি তৃণমূল। যে কটা আসনে ভোট হয়ে ছিল সেগুলোতেও ভোট গণনা পর্বে শাসক দলের হয়ে কাজ করেছে প্রশাসন এবং শাসক দলের প্রার্থীদের জিতিয়ে দিয়েছে। অবাধ ভোট হলে গত পঞ্চায়েত নির্বাচনের ভোট লুঠের যোগ্য জবাব দেবে রাজ্যবাসী বলে দাবি করেন হুমায়ুন কবীর।