ইংল্যান্ডে করোনাভাইরাসের নতুন চরিত্র নিয়ে বিশ্বজুড়ে আশঙ্কা বাড়ছে। ৪০টির বেশি দেশ ব্রিটিশ নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। একের পর এক দেশ বন্ধ করছে উড়ান পরিষেবা।
এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাল ইংল্যান্ডে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে যায়নি। খুব বেশি আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
রয়টার্স জানাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা ভাইরাসের ক্ষেত্রে কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন। তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর পর উদ্বেগ আরও বেড়ে যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক প্রধান মাইক রায়ান বলেন, এই নতুন চরিত্রের করোনা নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তবে এটিকে তার নিজের মতো চলতে দেয়া যাবে না।
হু জানিয়েছে, কোভিড ১৯ বর্তমান চরিত্র আরও প্রাণঘাতী এমন কোনোও প্রমাণ পাওয়া যায়নি। তবে এই নতুন ধরণের ভাইরাসটি আরও সহজেই ছড়িয়ে পড়তে পারে। এমনই তথ্য মিলছে।
বিবিসি জানিয়েছে, নতুন ধরনের সংক্রমণ ক্ষমতা ৭০ শতাংশ বেশি। এই কারণে সংক্রমণ পরিস্থিতি নিয়ে চিন্তিত ইংল্যান্ড। প্রধানমন্ত্রী বরিস জনসন মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেন। রিপোর্টে বলা হয়েছে, করোনার নতুন ধরনটি একাধিক দেশে ছড়িয়েছে।