ফের মুর্শিদাবাদ থেকে আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ

ফের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার আল-কায়দার জঙ্গি। এক সপ্তাহ আগেই মুর্শিদাবাদ থেকে ৬ জন আর কেরলের এর্নাকুলাম থেকে ৩ জন সহ মোট ৯ জন আল-কায়দার জঙ্গিকে গ্রেফতার করেছিল এনআইএ। মুর্শিদাবাদ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সহায়তায় এই আল-কায়দা অপারেটিভকে গ্রেফতার করে এনআইএ। ধৃতের নাম শামিম আনসারি। জানা গিয়েছে মুর্শিদাবাদের সিজেএম আদালতের অনুমতিতে এই জঙ্গিকেও ট্রানজিটে রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এনআইএ-র আদালতে শামিমকে পেশ করা হবে। এই ৯ জঙ্গিকে ইতিমধ্যেই দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর মুর্শিদাবাদ থেকে আন্তর্জাতিক ইসলামি জঙ্গি সংগঠন আল-কায়েদার (Al-Qaida) ছ’জন সদস্যকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। একই সঙ্গে কেরল থেকেও গ্রেফতার করা হয়েছে সংগঠনের আরও তিনজনকে। শনিবারের ভোর বেলার অভিযানের পর এনআইএ গোয়েন্দাদের দাবি করেছিল, এই আল-কায়েদা মডিউলটি রাজধানীতে বড়সড় নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল। মোট ৯ জনের এই মডিউলটি। মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা এলাকায় হানা দিয়ে গ্রেফতার করা হয়েছে নাজমুস সাকিব, আবু সুফিয়ান মইনুল মন্ডল, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল এবং আতিউর রহমান নামে পাঁচজনকে। এনআইএ-র দাবি, এরা প্রত্যেকেই আল-কায়েদার ভারতীয় শাখার সক্রিয় সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.