ভোট শুরুর কিছুক্ষণ হয়েছে মাত্র। তার মধ্যেই আতঙ্ক ছড়াল হাওড়ার গোলাবাড়ি এলাকায়। সাত সকাল থেকেই বুথ লক্ষ্য করে বোমাবাজি চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী।
স্থানীয় সূত্রে খবর, হাওড়ার ওয়াটকিংস ও ডফসনস লেন, এই দুই জায়গায় বোমা পড়ে সকালে। একটি আবাসন থেকে বুথ লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা ছোড়া হয়। সেই সময় অনেকেই বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যাচ্ছিলেন। বুথের বাইরে ভোটারদের লম্বা লাইনও ছিল। বোমা পড়তে শুরু করায় আতঙ্কে চেঁচামেচি শুরু হয়ে যায়। ভোট না দিয়েই পালিয়ে যান ভোটাররা।
বোমাবাজির খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার লোকজন। গোলাবাড়ি এলাকায় সাধারণত শাসক দল ও বিজেপির মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু এদিন বোমা কারা ছুড়েছে, সে ব্যাপারে কিছুই জানা যায়নি।
এলাকাবাসীর বক্তব্য, আবাসনের ভেতরে বাইরের লোকজন ঢুকে পড়ল কীভাবে? বোমা কোথায় মজুত করে রাখা ছিল সে প্রশ্নও উঠেছে। চতুর্থ দফার ভোটে এত কড়া নিরাপত্তা সত্ত্বেও বুথ লক্ষ্য করে এমন বোমাবাজির ঘটনা কীভাবে ঘটল সে নিয়েও অভিযোগ স্থানীয়দের।
ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভোটারদের বুথে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।