শনিবার পাঁচ জেলার ৩০ টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৭ টা থেকে। বেলা ১১ টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৩৬ শতাংশ।
এর মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। এই জেলার ৭ টি আসনে নির্বাচন হচ্ছে। এই সাত আসনে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৮.৮৯ শতাংশ।
পশ্চিম মেদিনীপুরের ৬ টি আসনে ভোট হচ্ছে আজ। সেখানে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৫.৫০ শতাংশ।
পুরুলিয়ার ৯ টি আসনে বেলা ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩.৫৮ শতাংশ।
ঝাড়গ্রামের ৪ টি আসনে ভোট হচ্ছে। সেখানে বেলা ১১ টা পর্যন্ত ৩৭.০৭ শতাংশ ভোট পড়েছে।
আর বাঁকুড়া জেলায় চারটি আসনে ভোট গ্রহণ চলছে। সেখানে বেলা ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬.৩৮ শতাংশ।