বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে বাংলায় প্রথম দু’দফার ভোটে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। মনে করা হয়েছিল, শুক্রবার তৃণমূল পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়ার পর বিজেপিও প্রথম তালিকা প্রকাশ করবে। কিন্তু দিলীপ ঘোষরা তা করেননি। বরং বিজেপি সূত্রে বলা হচ্ছে, তাঁদের প্রথম তালিকা প্রকাশ হবে রবিবার বিগ্রেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পর।
কেন এই সিদ্ধান্ত?
বিজেপি সূত্রে বলা হচ্ছে, প্রথম দু’দফায় ভোট হবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়—দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার আয়োজনে দলের দক্ষিণবঙ্গের নেতা ব্যস্ত। এই সব জেলা থেকেও মোদীর সভায় কর্মী সমর্থকরা আসবেন। এ বার বিজেপির প্রার্থী হওয়ার জন্য দলের মধ্যে যে পরিমাণ আগ্রহ ও দাবি রয়েছে, সেটাই চিন্তা বাড়িয়েছে কৈলাস বিজয়বর্গীয়দের। দিলীপ ঘোষের কথায়, একেকটি আসন পিছু ২৫ জন করে টিকিট প্রত্যাশী রয়েছেন। ফলে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই মান অভিমান পর্ব শুরু হয়ে যেতে পারে। তার প্রভাব পড়তে পারে ব্রিগেডের আয়োজনে। সেই কারণে প্রধানমন্ত্রীর সভার পরই তালিকা ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিজেপি সূত্রে এও জানা গিয়েছে, যে সব প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে, তাঁদের তলে তলে জানিয়ে দেওয়া হয়েছে। যাতে মনোনয়ন পেশ করার জন্য তাঁরা হলফনামা প্রস্তুত করা শুরু করে দিতে পারেন।