ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে আগেই উদ্বেগ জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। সোমবার এ ব্যাপারে এক মামলার রায়ে হাইকোর্টের পাঁচ জন বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, ভোটের পর হিংসার ঘটনায় যাঁরা ঘরছাড়া হয়েছেন, তাঁদের ঘরে ফেরাতে একটি ৩ সদস্যের কমিটি গঠন করতে হবে।
আদালতের রায়ে বলা হয়েছে, “প্রতিটা মানুষেরই তাঁর বাড়িতে ফিরে যাওয়ার এবং শান্তিপূর্ণ ভাবে বসবাস করার অধিকার রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা করা রাজ্য সরকারের দায়িত্ব।”
কলকাতা হাইকোর্টের ওই পাঁচ সদস্যের বেঞ্চে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি আইপি মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুব্রত তালুকদার।