পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু হতেই অশান্ত উত্তর বর্ধমান। সাত সকালেই মারামারির খবর সামনে এল।
আজ সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে বর্ধমান উত্তরের সরাইটিকর এলাকা। এক বিজেপি এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জখম আরও চার বিজেপি কর্মী।
বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সরাইটিকর অবৈতনিক প্রাথমিক স্কুলে ভোটগ্রহণ চলছিল। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। ৭০,৭১,৭২ ও ৭৩ নম্বর বুথে বিজেপি এজেন্টদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, ভোট শুরু হতেই চড়াও হয় দুষ্কৃতীরা। মারধর শুরু করে বিজেপি এজেন্টদের। বাধা দিতে গেলে হামলা হয় বিজেপি কর্মীদের ওপরেও।
অজিত সরকার ও অজিত সরেন নামে বিজেপির দুই বুথ এজেন্টের মাথা ফেটেছে। একজনের জখম গুরুতর। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এই হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে শাসক দল।