শুক্রবার থেকে ১৩ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছে কলকাতার তাপমাত্রা। রবিবারও ১৩ ডিগ্রিতেই রয়েছে শহরের তাপমাত্রা। তবে আগামীকাল থেকে এই তাপমাত্রায় বদল হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল থেকে রাতের তাপমাত্রা স্বাভাবিক হলেও দিনের তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তার ফলে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও বেলা যত বাড়বে তত আমেজ কমবে। ফলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর নেই বললেই চলে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ ও সর্বনিম্ন ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।
এদিন সকালে কুয়াশা দেখা গিয়েছে শহরর ও রাজ্যের বাকি জেলাগুলিতে। তবে বেলা বাড়ার সঙ্গেই কুয়াশা সরে গিয়ে পরিষ্কার আকাশ দেখা যাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে কলকাতার তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে। আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলেই পূর্বাভাস আবহাওয়াবিদদের।
তাপমাত্রা বাড়ার অন্যতম কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। আলিপুর জানিয়েছে, রবিবারের পর থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ফলে উত্তুরে হাওয়া বাধা পাবে। সেইসঙ্গে প্রভাব বাড়বে পূবালী হাওয়ার। আর সেই কারণেই আগামী সপ্তাহে বাংলায় শীত কমবে। তবে শীত কমলেও তার আমেজ বাঙালি এখনও বেশ কয়েক দিন উপভোগ করতে পারবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামীকাল রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও জম্মু-কাশ্মীরে। সোম ও মঙ্গলবার জম্মু- কাশ্মীর, লাদাখ ও মুজাফফরাবাদে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও। লাক্ষাদ্বীপ, কেরল, তামিলনাড়ু ও পন্ডিচেরিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে মৌসম ভবন। এছাড়া কুয়াশার সতর্কবার্তা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।