যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর বাড়ি ও অফিসে গরু পাচার কাণ্ডের সূত্র ধরে শুক্রবারই তল্লাশি চালিয়েছে সিবিআই। তার উদ্দেশে লুক আউট নোটিস জারি হয়েছে। শনিবার তার প্রসঙ্গে টেনে ফের যুব তৃণমূল সভাপতির তীব্র সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী।
এদিন মহিষাদলের দ্বারিবেড়িয়াতে শুভেন্দুর সভা ছিল, “সেই সভায় শুভেন্দু বলেন, তোলাবাজ ভাইপো বলেছি বলে গায়ে লেগেছে। কিন্তু এই তো! আস্তে আস্তে সব বেরিয়ে পড়ছে—লালা, এনামুল, বিনয় মিশ্র”।
এখানে না থেমে শুভেন্দু বলেন, “বিনয় মিশ্র কে? যুব তৃণমূল কংগ্রেস নিয়ে তো আগেই বলেছি। লাল চুল, কানে দুল তার নাম যুব তৃণমূল। পায়ে ৮ হাজার টাকার লোত্তোর জুতো, হাতে দেড় দেড় তিন লাখের দুটো আইফোন, সঙ্গে হাতে একটা সোনার মাকড়ি, দু’হাতের আঙুলে ১৮ টা আংটি আর গলায় গরুর দড়ির মতো একটা সোনার চেন। সেই সঙ্গে রেমন্ডসের কুর্তা পাজামা, সঙ্গে হাফ কোটির ফরচুনার গাড়ি। আরেকটু বড় হলে বিএমডব্লিউ”।
শুভেন্দু যে ভাবে বার বার ভাইপো বলে নিশানা করছেন, তা নিয়ে তৃণমূলও ধারাবাহিক প্রতিক্রিয়া জানিয়েছেন। গতকালও এ ব্যাপারে শুভেন্দুর পাল্টা সমালোচনা করেছিলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়।
আবার সৌগতবাবুকে ভাইপোর জ্যাঠামশাই বলে কটাক্ষ করছেন শুভেন্দুও। এদিনের সভায় শুভেন্দু ফের বলেন, বাংলায় ক্ষমতাচ্যূত হওয়ার পর বামেদের এখনও ভালরকম অস্তিত্ব রয়েছে। ষোলো সালের নির্বাচনে ভোটও পেয়েছে। কিন্তু ১৫ মের পর তৃণমূল থাকবে না তা নয় পরের পঞ্চায়েত ভোটে প্রার্থী করার লোক পাবে না।