শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিটফান্ড কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ইতিমধ্যে নোটিস ধরিয়েছে সিবিআই। সবংয়ের প্রার্থী মানস ভুইঞাঁ, কামারহাটির মদন মিত্রকেও কেন্দ্রীয় এজেন্সি তলব করেছে। এ বার তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিবেক গুপ্তাকে হাজিরার নির্দেশ দিল ইডি।
বিবেককে এবার জোড়াসাঁকো আসনে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে বলা হচ্ছে, বিবেক গুপ্তর প্রকাশনা সংস্থা থেকে সারদার পত্রিকা প্রকাশিত হত। এ ব্যাপারে বিবেক গুপ্তর সঙ্গে সারদা কর্তা সুদীপ্ত সেনের আর্থিক লেনদেন হয়েছিল।
কেন তিনি টাকা নিয়েছিলেন? বিবেক-সুদীপ্ত কী চুক্তি হয়েছিল, সে সব তা জানতেই জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। চিটফান্ড কাণ্ডের সূত্রে এর আগেও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বিবেক।
বিবেককে আগামী সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। তিনি সেদিন যান কিনা সেটাও অবশ্য দেখার। কারণ, পার্থবাবুকে সিবিআই তলব করলেও তিনি এখনও যাননি। সূত্রের মতে, ভোট প্রচারে ব্যস্ত থাকার কথা জানিয়ে আপাতত জেরা এড়িয়েছেন পার্থবাবু।