ভোটের দিন এখনও ঘোষণা হয়নি। কিন্তু ভোটের প্রস্তুতি তুঙ্গে। রাজ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীও। ইতিমধ্যেই বীরভূম, বাঁকুড়া-সহ অনেক জেলায় রুট মার্চ শুরু করেছে তারা। এবার কলকাতা সংলগ্ন মহেশতলা এলাকাতেও রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। তাদের সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকরাও।
বুধবার মহেশতলা থানার অন্তর্গত বাটা মোড়, মেমানপুর, ডাকঘর এবং আক্রা স্টেশন চত্বরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনার নব নিযুক্ত জেলাশাসক অন্তরা আচার্য, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অর্ক বন্দ্যোপাধায়, ডিএসপি (শিল্প) মিথুন দে, মহেশতলা থানার ইন্সপেক্টর ইনচার্জ শুভেন্দু সরকার- সহ থানার পুলিশ কর্মীরা।
এলাকা পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন পুলিশ সুপার ও জেলাশাসক। কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা সেদিকে খতিয়ে দেখেন তাঁরা। দু’জনেই কথা বলার পাশাপাশি মানুষকে আশ্বস্তও করেন, যে কোনও ধরনের সাহায্য করার জন্য তাঁরা প্রস্তুত। কারও যদি কোনও অভিযোগ থাকে তাহলে তাঁরা সেই বিষয়ে স্থানীয় থানায় নির্ভয়ে অভিযোগ করতে পারেন। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ ব্যবস্থা নেবে।
কোনও রকমের ভয় দেখানো বা চোখ রাঙানিকে উপেক্ষা করে স্থানীয় বাসিন্দাদের থানার সঙ্গে সহযোগিতা করার আবেদন করেছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও জেলাশাসক অন্তরা আচার্য। তার বদলে পুলিশও তাঁদের সাহায্যের জন্য সব সময় তৎপর রয়েছে বলেই জানিয়েছেন তাঁরা।