রাজ্য সরকার এতদিন ধরে যে কোভিড টিকার ভায়াল সরবরাহ করেছিল তা আর ব্যবহার করা যাবে না। ৩০ এপ্রিলের পরে টিকার সমস্ত পুরনো স্টক ফিরিয়ে দিতে হবে। বেসরকারি হাসপাতালগুলিকে নতুন নির্দেশিকা পাঠালো রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গে ১৬ জানুয়ারি থেকে প্রথম দফায় টিকাকরণ শুরু হয়েছে। শুরুতে স্বাস্থ্যকর্মী, তারপরে পুলিশ ও ফ্রন্টলাইন কর্মীদের টিকার ডোজ দেওয়া হয়। দ্বিতীয় দফায় ৪৫ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হয় ১ মার্চ থেকে। তৃতীয় দফায় ১ মে থেকে ১৮-৪৪ বছর বয়সীদের টিকাকরণের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এ রাজ্যে তা শুরু হবে ৫ মে থেকে। তার আগে টিকা নেওয়ার রেজিস্ট্রেশন সেরে রাখতে হবে। সরকারি হাসপাতালগুলি থেকে বিনামূল্যেই টিকার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বেসরকারি হাসপাতালগুলি থেকে দাম দিয়েই টিকা নিতে হবে। তাছাড়া নতুন কিছু গাইডলাইনও দেওয়া হয়েছে সরকারি তরফে।
কী কী বলা হয়েছে নয়া নির্দেশিকায়? প্রথমত, সরকার থেকে এতদিন যে টিকা সরবরাহ করা হচ্ছিল বেসরকারি ক্ষেত্রগুলিকে এবার থেকে তা হবে না। বেসরকারি ক্ষেত্রগুলিকে সরাসরি টিকা কিনতে হবে উৎপাদনকারী সংস্থাগুলির থেকে।
দ্বিতীয়ত, এতদিন টিকার যে ভায়াল ব্যবহার করা হচ্ছিল তার সব স্টক ৩০ এপ্রিলের পরে সরকারকে ফেরত দিয়ে দিতে হবে। নতুন দামে ডোজ কিনতে হবে উৎপাদনকারী সংস্থাগুলির থেকে। কোনও বেসরকারি হাসপাতাল যদি নতুন দামে ডোজ কিনতে না পারে এবং তার জন্য টিকাকরণ বন্ধ হয়ে যায়, তাহলে সেটা নোটিস দিয়ে জানিয়ে দিতে হবে।
তৃতীয়ত, ১ মে থেকে বেসরকারি হাসপাতালগুলিতে যাঁরা টিকা নেবেন, তাঁদের নতুন দামেই ডোজ নিতে হবে। এতদিন বেসরকারি হাসপাতালগুলিতে টিকার ডোজের দাম ছিল ২৫০ টাকা। অনেকেই প্রথম ডোজ ২৫০ টাকাতেই নিয়েছেন। কিন্তু মে মাস থেকে দ্বিতীয় ডোজ নিতে হলে নতুন দামে তা নিতে হবে।
বস্তুত, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন সরকারি ও বেসরকারি ক্ষেত্রগুলির জন্য আলাদা আলাদা দাম নির্ধারণ করেছে। বেসরকারি সংস্থাগুলিকে বেশি দামেই কোভিড ভ্যাকসিন কিনতে হবে। রাজ্যগুলির সরকারি সংস্থার জন্য কোভিশিল্ডের দাম ডোজ প্রতি ৪০০ টাকা, কিন্তু বেসরকারি হাসপাতালকে কিনতে হবে ৬০০ টাকায়। আবার কেন্দ্রীয় সরকারকে ডোজ প্রতি ১৫০ টাকায় টিকা বেচবে সেরাম ইনস্টিটিউট। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দাম সরকারি হাসপাতালগুলির জন্য ডোজ প্রতি ৬০০ টাকা, আবার বেসরকারি হাসপাতালকে কিনতে হবে ১২০০ টাকায়।