বাংলায় লোকাল ট্রেন চালু নিয়ে রেলকে চিঠি নবান্নের, বৈঠকে বসার প্রস্তাব

রাজ্যে লোকাল ট্রেন কবে চালু হবে? শহরতলির লক্ষ লক্ষ মানুষ এখন সেদিকেই তাকিয়ে। স্পেশ্যাল ট্রেনে ওঠা নিয়ে রোজই গণ্ডগোল হচ্ছে। শনিবারও হাওড়া স্টেশনে ব্যাপক উত্তেজনা ছড়ায় । এই পরিস্থিতিতে পূর্ব রেলের সঙ্গে বৈঠক চেয়ে চিঠি লিখল রাজ্য সরকার।

তাতে বলা হয়েছে, বিধি মেনে কী ভাবে লোকাল চালু করা যায় তা নিয়ে আলোচনা চায় নবান্ন। উদাহরণ হিসেবে মেট্রো প্রসঙ্গের কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফে।

শনিবার হাওড়া স্টেশনে যা ঘটেছে তা নিয়ে ক্ষুব্ধ নবান্ন। রাজ্যের স্বরাষ্ট্রসচিব এইচকে দ্বিবেদী চিঠি লিখেছেন পূর্ব রেলকে। তাতে স্পষ্ট বলা হয়েছে, রেল তাঁদের কর্মীদের জন্য স্পেশাল ট্রেন চালাচ্ছে আর সাধারণ মানুষ উঠতে গেলেই কেন্দ্রীয় বাহিনী দমনপীড়ন চালাচ্ছে।

শনিবার সন্ধ্যায় যাত্রী বিক্ষোভে উত্তাল হয় হাওড়া। স্পেশ্যাল ট্রেনে উঠতে না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। স্টেশনে ঢোকার মুখেই আটকে দেওয়া হয় যাত্রীদের। বন্ধ করে দেওয়া হয় গেট। জোর করে স্টেশনে ঢুকতে গেলে জিআরপি ও আরপিএফ এর সঙ্গে বচসা বাঁধে যাত্রীদের। পুলিশ তাঁদের  উপর কয়েকদফায় লাঠিচার্জ করে বলে অভিযোগ যাত্রীদের। যদিও পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন বন্ধ লোকাল ট্রেন। ফলে লোকাল ট্রেনের ওপর ভরসা করে যে সমস্ত মানুষ কাজে আসেন তারা পড়েছেন সমস্যায়। দীর্ঘদিন বসে থাকার পর রুটি রুজির টানে বেরিয়ে পড়েছেন বাইরে। জোর করেই উঠে পড়ছেন স্পেশ্যাল ট্রেনে। যেখানে রেলের কর্মচারী ছাড়া কারওই ওঠার অনুমতি নেই। জোর করে স্পেশ্যাল ট্রেনে ওঠা নিয়ে যাত্রী বিক্ষোভ হচ্ছে বহু জায়গাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.