আগামী শনিবার তথা ২৭ ফেব্রুয়ারির আগে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা হওয়ার সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করা হচ্ছে।
একটা সময়ে রাজ্য সরকারের শীর্ষ আমলা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলতে শুরু করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ্বেই ভোট ঘোষণা হয়ে যাবে। কিন্তু তৃতীয় সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও তা হয়নি। উপরি রবিবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে জেলা নির্বাচন অফিসারদের কাছে বার্তা পাঠিয়ে বলা হয়েছে, আগামী ২৫ বা ২৬ তারিখ ফের কলকাতা সফরে আসবেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন।
কমিশনের তরফে জেলা নির্বাচন অফিসারদের এদিন নির্বাচন প্রস্তুতি নিয়ে একটি টেমপ্লেট ই-মেল করা হয়েছে। সেই টেমপ্লেটের বিভিন্ন কলামে নির্বাচন প্রস্তুতি নিয়ে জেলাওয়াড়ি বিশদ তথ্য কাল সোমবারের মধ্যে দিল্লিতে পাঠাতে বলা হয়েছে।
জেলা অফিসাররা যে তথ্য পাঠাবেন তা বিবেচনা করে তার পরই ২৫ বা ২৬ তারিখ কলকাতা সফরে আসার কথা সুদীপ জৈনের। তার পর তিনি দিল্লি ফিরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে বৈঠক হবে বলে মনে করা হচ্ছে। অনেকের মতে, এই সব করতে করতে আরও অন্তত দুদিন লাগবে। অর্থাৎ ভোট ঘোষণা করতে করতে ১ মার্চ হয়ে যেতে পারে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ভোটে ৩ মার্চ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হয়েছিল। প্রথম দফার ভোট গ্রহণ হয়েছিল ৪ এপ্রিল। সাত দফায় ভোট গ্রহণের পর গণনা হয়েছিল ১৯ মে।