রবিবারই ব্রিগেডে দলীয় সভায় আত্মনির্ভর বাংলার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সোমবার আন্তর্জাতিক নারী দিবস। বেলা গড়াতেই প্রধানমন্ত্রী এমন একটি ট্যুইট করলেন, যাতে গর্ব হতে পারে বাংলার আদিবাসী মহিলাদের।
হাতে তৈরি একটি পাটের ফাইল ফোল্ডারের ছবি দিয়ে সেই টুইট করেছেন প্রধানমন্ত্রী। তার পর লিখেছেন, বাংলায় হাতে তৈরি এই পাটের ফাইল ফোল্ডার আমি অবশ্যই ব্যবহার করব। রাজ্যের আদিবাসীরা সম্প্রদায় এগুলো তৈরি করছে। পশ্চিমবঙ্গে উৎপাদিত পাট জাত কোনও না কোনও সামগ্রী আপনাদের বাড়িতেও থাকা উচিত। প্রধানমন্ত্রীর এই টুইটে হ্যাশট্যাগ দিয়েছেন #নারীশক্তি।
অর্থাৎ নারী দিবসে মহিলাদের যেমন বার্তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তেমনই বাংলার পাট শিল্পের প্রচারও করেছেন। ভারত তথা গোটা বিশ্বে সোশাল মিডিয়ায় মোদীর ফলোয়ার প্রায় সাত কোটি ছুঁই ছুঁই। তাঁদের সবার কাছে পৌঁছে গেছে প্রধানমন্ত্রীর এই বার্তা।
তবে মোদীর এই বার্তাকে অবশ্য অনেকেই ভোটের সঙ্গে জুড়ে দেখতে চাইছেন। তাঁদের বক্তব্য, পাটের জন্য প্রচার করছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, কদিন আগেই পাটের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়েছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। প্রতি ক্যুইন্টাল পাটের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ৪২২৫ টাকা করা হয়েছে। বাংলায় নির্বাচনকে মাথায় রেখে তা করা হয়েছে বলে অনেকে মনে করছেন।
বাংলা ছাড়া এ বার ভোট হচ্ছে অসম, তামিলনাড়ু, কেরল, পুডুচেরিতে। কেরলের মহিলাদের তৈরি প্রদীপ, অসমের মহিলাদের তৈরি গামছার ছবিও একই ভাবে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।