কোভিড পরিস্থিতির কারণে সংসদের শীতকালীন অধিবেশন হবে না বলে জানিয়ে দিলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর একটি চিঠির জবাবে যোশী জানিয়েছেন, কোভিড সতর্কতার জন্যই এবার শীতকালীন অধিবেশন হবে না। জানুয়ারিতে একেবারে বাজেট অধিবেশন বসবে।
অধীরবাবু চিঠি দিয়ে দাবি করেছিলেন, কৃষি আইন নিয়ে সংসদে আলোচনা হোক। রাজধানী দিল্লির উপকণ্ঠে কৃষকদের আন্দোলন ও দাবি দাওয়ার প্রেক্ষিতে এই চিঠি দেন বহরমপুরের সাংসদ।
সেপ্টেম্বরে বাদল অধিবেশন বসেছিল সংসদে। ১০ দিন চলেছিল অধিবেশন। মোট ২৭টি বিল পাশ হয়েছিল ওই সময়ে। সংসদ বিষয়ক মন্ত্রী বলেছেন, রাজনৈতিক দলগুলির সহমতের ভিত্তিতেই শীতকালীন অধিবেশন এবার বন্ধ রাখা হচ্ছে। তিনি জানিয়েছেন, সংক্রমণের ব্যাপারে সতর্ক কেন্দ্রীয় সরকার। তাঁরা চান না কোভিড সংক্রমণ বেড়ে যাক। তা ছাড়া শীতকালে কোভিড বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের।
অধীর চৌধুরীকে লেখা চিঠিতে প্রহ্লাদ যোশী লিখেছেন, “এখন আমরা মাঝ ডিসেম্বরে রয়েছি। আশা করছি খুব দ্রুত কোভিডের ভ্যাকসিন চলে আসবে। আমি এ ব্যাপারে সমস্ত দলের ফ্লোর লিডারদের সঙ্গে কথা বলেছি। তাঁরাও সরাসরি বাজেট অধিবেশনের ব্যাপারে ঐক্যমত হয়েছেন।”
সংবিধান অনুযায়ী ছ’মাসের বেশি আইনসভা বন্ধ রাখা যায় না। যে কারণে সংসদে বাদল অধিবেশনের পাশাপাশি অনেক রাজ্যে এক দিনের বিধানসভা অধিবেশন বসেছিল। বাংলাতেও তাই হয়েছিল। কারণ সে সময় সেই অধিবেশন না করলে সাংবিধানিক সংকট হত। কিন্তু সেপ্টেম্বরে একবার অধিবেশন হয়েছে। তাই শীতকালীন অধিবেশন না করলেও সাংবিধানিক সংকট হবে না।