একুশে বিধানসভা ভোট। তার আগে ডিসেম্বরে স্থানীয় প্রশাসনের নির্বাচনকে সেমিফাইনাল হিসেবেই ধরে নিয়েছিল কেরলের সবকটি রাজনৈতিক দল। বুধবার সকাল থেকে শুরু হওয়া গণনায় সাড়ে ১১টা পর্যন্ত যা ট্রেন্ড তাতে কেরলে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট। পঞ্চায়েত স্তরে মূলত লড়াই হচ্ছে সিপিএম বনাম কংগ্রেসের। সেখানে বিজেপি ছবিতে নেই। তবে রাজধানী তিরুঅনন্তপুরম কর্পোরেশনে বামেদের সঙ্গে জোর টক্কর চলছে বিজেপি তথা এনডিএ জোটের।
বেলা ১২টা পর্যন্ত খবর, ৯৪১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বামেরা এগিয়ে রয়েছে ৪৯১টিতে। কংগ্রেস জোট এগিয়ে রয়েছে ৩৭২টিতে। বিজেপি এখনও পর্যন্ত ২৫টি আসনে এগিয়ে রয়েছে। বামেরা গতবার পেয়েছিল ৫৭৬টি আসন।
১৫২টি ব্লক পঞ্চায়েত, ১৪টি জেলা পঞ্চায়েত, ৮৬টি পুরসভা এবং ৬টি কর্পোরেশনের ভোট গণনাও চলছে। যদিও ত্রিস্তরীয় পঞ্চায়েতে আগে গ্রামের গণনা শেষ হবে তারপরেই ব্লক ও জেলার ভোট গোনা শুরু হবে বলে খবর। ফলে পূর্ণাঙ্গ ফলাফল জানতে সন্ধে গড়িয়ে যেতে পারে।
তিরুঅনন্তপুরম কর্পোরেশন ভোটে বামেদের সঙ্গে টক্কর দিচ্ছে বিজেপি। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১০০টি আসনের মধ্যে যেগুলির ফল আসতে শুরু করেছে তাতে দেখা যাচ্ছে বামেরা এগিয়ে ২০টিতে। ১৩টি আসনে এগিয়ে গেরুয়া শিবির। চারটি আসনে এগিয়ে কংগ্রেস। গতবারও ২৪টি আসন জিতে তিরুঅনন্তপুরম কর্পোরেশনে দ্বিতীয় হয়েছিল বিজেপি। বামেরা ছিল একে। কংগ্রেস চলে গিয়েছিল তিন নম্বরে।
পর্যবেক্ষকদের মতে, কোভিড মোকাবিলায় সফল হওয়া, দেশ দুনিয়ায় মডেল হিসেবে উঠে আসা যেমন শাসকদল সিপিএমের কাছে অ্যাডভান্টেজ তেমনই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দফতরের আধিকারিকদের সোনা পাচার কাণ্ডে জড়িয়ে পড়া বাম শিবিরে বিড়ম্বনার। কারণ বিরোধীরা সেটাকেই হাতিয়ার করেছে প্রচারে। তা ছাড়া কেরলের সিপিএম রাজ্য সম্পাদক কোডিয়ারি বালাকৃষ্ণনের ছেলের দুর্নীতি জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে। গত মাসে তিনি রাজ্য সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতিও নিয়েছেন।
তবে অবশ্যই অজর থাকবে ভোট শতাংশের দিকে। অনেকের মতে শহর ও গ্রামীণ এলাকায় যেহেতু একসঙ্গে ভোট হচ্ছে তাই সার্বিক ভাবেই জনতার মনোভাবের একটা সার্বিক প্রতিফলন ধরা পড়বে। তা থেকেই বোঝা যাবে একুশের ইঙ্গিত।