এখনও পর্যন্ত যা ঘোষণা তাতে ১৫ জুন মঙ্গলবার পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউনের মেয়াদ। তার আগে পরিবহণ দফতরের একটি নির্দেশিকায় জল্পনা তৈরি হয়েছে, বুধবার থেকে বাস পরিষেবা চালু হতে পারে।
ওই নির্দেশিকায় রাজ্যের পরিবহণ দফতরের কর্মীদের উদ্দেশে বলা হয়েছে ১৬ জুন বুধবার কর্মক্ষেত্রে যোগ দেওয়ার জন্য। তবে পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, যেহেতু আগের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত লকডাউনের মেয়াদ তাই এই নির্দেশিকা নিয়মানুযায়ী জারি হয়েছে। পুরোটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর।
মঙ্গলবার নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানাবেন কী কী বিধি কার্যকর থাকবে। তারপরই স্পষ্ট হবে আদৌ বুধবার থেকে বাস চলবে কি না।
রাজ্যে কোভিড সংক্রমণ অনেকটাই নীচের দিকে। মনে করা হচ্ছে এবার আরও কিছু নিয়ম শিথিল হবে। গণ পরিবহণের একটা অংশকেও ছাড় দেওয়া হতে পারে। তবে চললে আপাতত সরকারি বাসই চলবে। বেসরকারি বাস মালিকরা সাফ জানিয়ে দিয়েছেন যে হারে পেট্রল ডিজেলের দাম বেড়েছে তাতে ভাড়া না বাড়ালে রুটে বাস নামানো সম্ভব নয়।
এ প্রসঙ্গে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, বর্তমান ভাড়ায় পরিষেবা দেওয়া অসম্ভব। গত বছর আনলক পর্বে নবান্নের অনুরোধে এবং সাধারণ মানুষের স্বার্থে পুরনো ভাড়াতেই বাস চালিয়েছিলাম। কিন্তু, এবার বাস রাস্তায় নামানোর ন্যূনতম পুঁজিও মালিকদের কাছে নেই।
সূত্রের খবর, ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে একটি কমিটি গড়তে পারে নবান্ন। সেই ঘোষণাও হয়তো মঙ্গলবারই হবে।