দুদিন আগেই নবান্ন থেকে ঘোষণা হয়েছিল, ১জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি ও বেসরকারি বাস। কিন্তু এদিন রাস্তায় বেরিয়ে সকাল থেকেই দুর্ভোগে পড়তে হল হাজার হাজার অফিসযাত্রীকে।
কলকাতার উত্তর থেকে দক্ষিণ নাকাল হওয়ার ছবিটা একই রকম। বাস স্ট্যান্ডগুলিতে থিকথিক করছে ভিড় কিন্তু বাসের দেখা নেই। শুধুমাত্র সরকারি বাসই দেখা যাচ্ছে। বেসরকারি বাস রাস্তায় নেই বললেই চলে।
ডানলপ বাস স্ট্যান্ডে সকাল আটটা থেকে দাঁড়িয়েছিলেন ডালহৌসির একটি চার্টার্ড ফার্মের কর্মচারী নন্দিতা বসু। তিনি বলেন, সওয়া ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর বাস পেলাম। জানি না ফেরার সময়ে আরও কী দুর্ভোগ কপালে রয়েছে।
যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে দু’ঘণ্টার বেশি সময় দাঁড়িয়েও বাস পাননি সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী নীলাদ্রি ভট্টাচার্য। শেষমেশ বাড়িই ফিরে গিয়েছেন তিনি। তাঁর বাড়ি বিজয়গড়ে।
ভাড়া কাঠামোর ফয়সালা যতক্ষণ না হবে ততক্ষণ বেসরকারি বাস নামবে না বলে আগেই জানিয়ে দিয়েছে বাস মালিকদের সংগঠনগুলি। সেইমতো গোটা কলকাতা ঘুরে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও বেসরকারি বাস মিনিবাস দেখা যাচ্ছে না। সব মিলিয়ে বিধি শিথিলের পয়লা দিনেই চূড়ান্ত নাকাল নিত্যযাত্রীরা।
লোকাল ট্রেন এখনও বন্ধ। যা চলছে তা স্টাফ স্পেশাল। মেট্রোতেও সকলের ওঠার অনুমতি নেই। ফলে গোটা চাপটা যখন বাসের উপর তখন সেই বাসই নেই রাস্তায়। অন্যদিকে ওলা, উবেরের যা ভাড়া তাতে অনেকেই ফোন পকেটে ঢুকিয়ে রাখছেন।