ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে এবার ছাড়পত্রের আবেদন জানাল ভ্যাকসিন নির্মাতা সংস্থা জাইডাস ক্যাডিলা। ১২ কোটি ভ্যাকসিন তৈরির কথা জানিয়েছে তারা। জরুরি ভিত্তিতে নির্মাণের বরাত চাওয়া হয়েছে।
জাইডাস ক্যাডিলা যে ভ্যাকসিন বানিয়েছে তার নাম জাইকভ ডি। ইতিমধ্যে ভারতে এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হয়েছে। বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে টিকার বরাত পেতে আবেদন করেছে সংস্থা।দেশে এই মুহূর্তে সিরাম ইনস্টিটিউট নির্মিত কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাকসিন ছাড়াও রুশ টিকা স্পুটনিক ভি ও মডার্নার ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। যদি জাইডাস ক্যাডিলার টিকাকেও ছাড়পত্র দেওয়া হয় তবে জাইকভ ডি হবে দেশের পঞ্চম কোভিড টিকা।
জাইডাস ক্যাডিলা দাবি করেছে তাদের তৈরি ভ্যাকসিন দেশের প্রথম ডিএনএ টিকা। তিনটি ডোজে এই টিকা কার্যকরী হবে। শিশুদের জন্যে এই জাইকভ ডি বিশেষ কার্যকর বলে দাবি করা হয়েছে।১২ থেকে ১৮ বছরের শিশু এই টিকা নিলে কোভিড থেকে সুরক্ষিত থাকবে। এমনকি এই ভ্যাকসিন দিতে সুঁচ ফোটাতেও হবে না বলে দাবি সংস্থার। এটি ‘নিডল-লেস’ ভ্যাকসিন। এখন দেখার সংস্থাকে ছাড়পত্র দেওয়া হয় কিনা। হলেও তা কবে।