কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে মহারাষ্ট্রে। তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাতের পরিস্থিতিও উদ্বেগজনক। এমতবস্থায় বুধবার ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ করা যায় সে ব্যাপারে বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। একদিকে কোভিডের নতুন স্ট্রেন অন্যদিকে কয়েকটি রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রের।
দেশে গত ছ’দিন ধরে দৈনিক সংক্রমণ ২০ হাজারের উপরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪৯২ জন। তার মধ্যে ১৫ হাজারের বেশি মহারাষ্ট্রেই। কেন্দ্রের পাঠানো বিশেষ পর্যবেক্ষক দল স্বীকার করে নিয়েছে মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে।
ওই দল তাদের রিপোর্টে উদ্ধব ঠাকরে সরকারের গা ছাড়া ভাব নিয়ে তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে, কোভিড রোগীদের চিহ্নিত করা, পরীক্ষা করানো এবং আক্রান্তদের পৃথক করে চিকিৎসা করানোর ক্ষেত্রে মহারাষ্ট্র সরকারের গাফিলতি ছিল।
ইতিমধ্যেই নাগপুর, পুণের মতো শহরে কড়া লকডাউন জারি করেছে মহারাষ্ট্র সরকার। কিন্তু তাতেও সংক্রমণ রোখা যাচ্ছে না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মহারাষ্ট্র সরকারকে বলেছে আরটিপিসিআর টেস্ট ব্যাপক ভাবে বাড়াতে। একজন সংক্রমিতের সংস্পর্শে আসা অন্তত ৩০ জনের নমুনা পরীক্ষার কথা বলা হয়েছে।
অন্যদিকে কেরল, তামিলনাড়ু নিয়েও কপালে ভাঁজ কেন্দ্রের। কারণ এই দুই রাজ্যেই সামনে ভোট রয়েছ। সব মিলিয়ে নিউ নর্মালে নতুন উদ্বেগ তৈরি করল কোভিড।