কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। এই পরিস্থিতি তাত্পর্যপূর্ণ মন্তব্য করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে বলা হয়েছে, দেশে কোভিড পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপের দিকে যাচ্ছে।
এ ব্যাপারে কয়েকটি রাজ্যের কথা আলাদা করে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। যেখানে মঙ্গলবার রাত পর্যন্ত তিন লক্ষ সত্তর হাজার কোভিড সক্রিয় রোগী রয়েছেন। এরপর পাঞ্জাবকে সতর্ক করেছে কেন্দ্র। বলা হয়েছে, পাঞ্জাবে যে হারে সংক্রমণ বাড়ছে সেই অনুযায়ী টেস্ট বাড়ানো, আইসোলেশন করানো, সংস্পর্শে আসাদের চিহ্নিতকরণ সঠিক ভাবে হচ্ছে না।
রাজস্থান, কর্নাটক নিয়েও উদ্বেগ জানিয়েছে কেন্দ্র। সেইসঙ্গে বলা হয়েছে দিল্লিতে একটি জেলাকে ফোকাস করা হয়েছে। অথচ দিল্লির দশটি জেলায় হুহু করে সংক্রমণ বাড়ছে। তবে এই পর্বে মৃত্যু হার অনেকটা কম বলেই জানিয়েছে।
কেন্দ্রের তরফে বলা হয়েছে, রাজ্যগুলো যেন মাস্ক না পরলে জরিমানা করা বা ইত্যাদি কড়া পদক্ষেপ করা শুরু করে। তবেই একমাত্র সচেতনতা ফিরতে পারে। নইলে অনেকেই ভাবছেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে। তার ফলেই আরও বেশি সংক্রমণ ছড়াচ্ছে।