চাকরির পরীক্ষায় দিতে হবে না ইন্টারভিউ! বছর পাঁচেক আগে থেকেই রকমই একটি নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার এই নির্দেশ মতোই দেশের মোট ২৩ টি রাজ্যের সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে আমূল বদল শুরু হলো। প্রসঙ্গত সরকারি গ্রুপ সি পদের চাকরিতে এখন থেকে আর ইন্টারভিউ দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না। শুধুমাত্র লিখিত পরীক্ষার ওপর ভিত্তি করেই তৈরি হবে এই মেরিট লিস্ট। আর গ্রুপ ডি-র নন-গেজেটেড চাকরির ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হবে।
এবার থেকে শুধুমাত্র খুব উচ্চ পদে চাকরির জন্য ইন্টারভিউ দিতে হবে। কেন্দ্রের এই নির্দেশ কে প্রাধান্য দিয়ে এবার ২৩টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই নতুন নিয়ম চালু করা হলো। ঐতিহাসিক এই সংস্কারে দেশের ২৮ টি রাজ্যের মধ্যে মোট ২৩টি রাজ্য ও সব কটি কেন্দ্রশাসিত অঞ্চল প্রধান মন্ত্রীর ডাকে সাড়া দিয়েছে। এ বিষয় উল্লেখ্য ২০১৫ সালে স্বাধীনতা দিবসের ভাষণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ তুলে দেওয়ার কথা ঘোষণা করেন। তারি ঘোষণার কয়েক মাসের মধ্যেই ২০১৬ সালে কেন্দ্রীয় চাকরির গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ইন্টারভিউ তুলে দেওয়া হয়।
এই পদ্ধতিতে চাকরিতে নিয়োগ অতি দ্রুত সম্পন্ন হবে এবং পরীক্ষার্থীদের মানসিক চাপ কম থাকবে।