এবারে উত্তরপ্রদেশ বিধানসভার আগে মন্ত্রিসভা সম্প্রসারণ করতে চাইছেন নরেন্দ্র মোদি । কেউ বাদ পড়ছেন কিনা সূত্র মারফত জানা না গেলেও রদবদল যে হচ্ছে তার খবর পাওয়া গেলো । করা আসতে পারেন ? জানা গিয়েছে কংগ্রেস থেকে আগত জ্যোতিরিন্দ্র সিন্ধিয়া, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেবল , বিহারের সুশীল মোদি, উত্তরাখণ্ডের তীর্থ সিং, এছাড়াও উত্তরপ্রদেশ, দিল্লি ইত্যাদি স্থান থেকেও নতুন মুখ দেখা যেতে পারে । দিলীপ ঘোষ কি পূর্ণ মন্ত্রী হচ্ছেন ? সূত্র মারফত জানা যাচ্ছে তিনি রাজ্য সভাপতিই থাকতে চাইছেন ।
অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে নতুন মন্ত্রীর পদ পেতে পারেন কেউ কেউ । তবে পূর্ণমন্ত্রী নাকি তৃণমূলের ভাষায় হাফপ্যান্ট মন্ত্রী, তা অবশ্য জানা যায় নি । উঠে এসেছে অনেক নাম । তবে সুযোগ বেশি কোচবিহারের সংসদ নিশীথ প্রামানিক এবং মতুয়া নেতা বনগাঁর শান্তনু ঠাকুরের মন্ত্রী হওয়ার তবে তা উপমন্ত্রী নিশ্চিত বলে খবর ।