৪৮ ঘণ্টা পর বাংলায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে বুলেটিন প্রকাশ করল স্বাস্থ্য দফতর। দুদিন পর প্রকাশিত সেই বুলেটিনেও মিটল না করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা নিয়ে তারতম্য। ১ এবং ২ মে-র জন্য দুটি পৃথক বুলেটিন প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এই দু’দিনে রাজ্যে নতুন আরও ১২৭ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুর্ভাগ্যজনক ভাবে এই দু’দিনে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৫ জন। অর্থাৎ আজ ২ মে পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে রাজ্যে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৯ নাগাদ যে বুলেটিন প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর তাতে রাজ্যে মোট করোনা আক্রান্তের উল্লেখ তো নেই, সেই সঙ্গে এও বলা হয়নি যে এই মুহূর্তে কতজন করোনা ভাইরাসে অ্যাকটিভ রোগী রয়েছেন। রাজ্য সরকার যে ১ মে-র জন্য যে বুলেটিন ঘোষণা করেছে তাতে বলা হয়েছে, সেদিন ৫৭টি ‘নতুন করোনা পজিটিভ কেস’ পাওয়া গিয়েছে। ৩০ এপ্রিল থেকে ১ মে-র মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। আর কোভিড আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
৩০ এপ্রিল প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৫৭২ জন। নতুন করে ১২৭ জন আক্রান্তের সংখ্যা যোগ করলে দাঁড়াচ্ছে ৬৯৯। যদিও কেন্দ্রীয় সরকারের মতে ২ মে সকাল ৮টা পর্যন্ত এই সংখ্যা ৯৩১। আক্রান্তের সংখ্যা নিয়ে ২৩২ জনের ফারাক রয়েই গেল।