মোদী ঝড়ে উড়ে গেল Exit Poll এর ভবিষ্যতবাণী! বিহারে ১২৫ টি আসন পেয়ে জয়ী NDA

বিহারের বিধানসভা নির্বাচন নিয়ে মিডিয়া বেশ বড়ো বড়ো ভবিষ্যতবাণী করেছিল। মিডিয়ার সমস্ত ভবিষ্যতবাণী এখন ভুয়ো প্রমানিত হয়েছে। ২০২০ বিধানসভা নির্বাচনের ২৪৩ আসনের উপর ভোট গণনার পর ১২৫ টি আসন নিয়ে জয়ী হয়েছে এনডিএ।
বিহারে দারুন টক্করে লড়াই হওয়ার পর শেষ হাসি ফুটলো NDA এর মুখে। প্রায় সাড়ে ১৪ ঘন্টা ধরে ভোট গণনার পর সংখ্যাগরিষ্ঠতা হাসিল করে নিল NDA দল। গণনার প্রথম দিকে যে ট্রেন্ড দেখা গেছিল তাতে মনে করা হচ্ছিল, এক্সিট পোলের ভবিষ্যতবাণী সঠিক হবে। তবে দ্বিতীয় রাউন্ড ঢুকতে ঢুকতে একেবারে পাল্টে গেল ছবি।

দুপুরের দিকে বিজেপি যে গতি তুলেছিল তাতে মনে করা হচ্ছিল যে NDA ১৫০ টি আসন দখলে নেবে। তবে সন্ধ্যে বাড়তেই উত্তেজনা টান টান হতে শুরু হয়। বিশেষ করে JDU এর ধীর গতি NDA কে চাপে ফেলে দেয়। তবে শেষমেষ রাত যখন প্রায় ৩ টে তখন হাসি ফুটলো NDA এর মুখে। ১২২ টি আসন দখলে নিয়ে ম্যাজিক ফিগারে ঢুকে পড়ল নরেন্দ্র মোদীর নেতৃত্বে থাকা NDA

তবে এখানেই থেমে থাকেনি NDA, তিনটি আসনে ফল ঘোষণা বাকি থাকায় একটা চাপ অনুভব করছিল সব দলগুলি। তিনটি আসনেই ছক্কা মেরে নিজের দখলে করে এনডিএ। সর্বমোট NDA এর খাতায় আসে -১২৫ টি আসন, অন্যদিকে মহাজোট দাঁড়িয়ে যায়- ১১০ টি আসনে।

লক্ষণীয় বিহারের নির্বাচনে মোদী ব্যান্ড ব্যাপক কাজ করেছে যার পরিপ্রেক্ষিতে NDA এত দুরন্ত প্রদর্শন করেছে। আসাউদ্দিন ওয়েসীর দল AIMIM পেয়েছে ৫ টি আসন। ফলফল সামনে আসার পর অমিত শাহ বিহারের জনতাকে ধন্যবাদ জানিয়েছেন। নরেন্দ্র মোদী বলেছেন, এটা লোকতন্ত্রের জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.