যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে বামপন্থীদের পূর্বপরিকল্পিত বলে দাবি করলেন অগ্নিমিত্রা পাল। রবিবার তিনি এই মন্তব্য করে ওই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রাজ্যপালকে কৃতজ্ঞতা জানান।
বৃহস্পতিবার যাদবপুরে তুলকালাম ঘটনার পর রাজ্যপাল জগদীপ ধনখড় ঘটনাস্থলে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি-র বাবুল সুপ্রিয়কে উদ্ধার করেন। এ নিয়ে প্রবল রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। যার রেশ এখনও থামেনি। যেখানে ওই গন্ডগোল হয়েছিল, রবিবার তার বিপরীতে কাল্টিভেশন অফ সায়েন্সে জাতীয়তাবাদী চিকিৎসকদের একটি সম্মেলন হয়।তাতে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত রাজ্যপাল জগদীপ ধনখড় যাদবপুর প্রসঙ্গে কিছু না বললেও মঞ্চে তাঁকে কৃতজ্ঞতা জানান বিশেষ অতিথি হিসাবে আসা অগ্নিমিত্রা।
বৃহস্পতিবার অগ্নিমিত্রা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে এসে বিপদের মুখে পড়েন। এ দিন তিনি তাঁর ভাষণে বলেন, বামেদের ওই হামলা ছিল পূর্বপরিকল্পিত। এই পরিকল্পনার সঙ্গে তৃণমূল কংগ্রেসও জড়িত ছিল। রাজ্যপালের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠানমঞ্চে জাতীয়তাবাদী চিকিৎসক সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা নির্মাল্য রায়চৌধুরী তাঁর ভাষণে যাদবপুরের প্রসঙ্গ তুলে বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার যা হল, তা অত্যন্ত নিন্দনীয়। আন্দোলনকারীরা মনেপ্রাণে ক্যাপিটালিস্ট, মুখে কমিউনিস্ট। এটা এক ধরণের ভণ্ডামি।“
কেন, তা ব্যাখ্যা করে প্রায় দেড় যুগ মার্কিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে ভারতে ফিরে আসা নির্মাল্যবাবু এ দিন ভাষণে বলেন, “আমাদের সকলের, বিশেষত নবীন প্রজন্মের মূল লক্ষ্য হতে হবে দেশপ্রেম। বিশ্বের প্রতিটি উন্নত দেশের নাগরিকদের এই চরিত্র দেখা যায়। কিন্তু আমাদের দেশের একটা বড় অংশের মানুষের মধ্যে এ ব্যাপারে বিভ্রান্তি রয়েছে। তা দূর করতে হবে। এই দেশপ্রেম না এলে উন্নতির যে কোনও মডেল রূপায়ণে সমস্যা দেখা দেবে।“