রবিবাসরীয় দিনে রাজ্যে ভোট প্রচারে বিজেপির দুই হেভিওয়েট। একই দিনে রাজ্যে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। আগামী ২৭ মার্চ পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু। তার ঠিক আগে শেষ রবিবারে চলছে জোরকদমে প্রচার কাজ। শনিবার খড়্গপুরে সভা ছিল মোদির। এরপর আজ বাঁকুড়ায় আসছেন তিনি, যদিও এর আগে পুরুলিয়ায় সভা করেছেন। চলছে একের পর এক সভা। এরপর আগামী ২৪ মার্চ নরেন্দ্র মোদি কাঁথিতে আসবেন সভা করতে। এবার নীলবাড়ির লড়ায়ে শুধু মোদি নন, পাশাপাশি বারেবারে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। এর আগে বাঁকুড়া ও ঝাড়গ্রামে তিনি সভা করেছেন। আজ পূর্ব মেদিনীপুর এগরায় শাহি সভা অমিতের। রবিবার শুধু অমিত শাহ এগরায় সভা করবেন তাই নয়, এরপর অপেক্ষা করছে আরো একটি নয়া চমক। আজ অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী এবং তাঁর পুত্র তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও। এটা বিজেপি দলের জন্য আজ উল্লেখ্যযোগ্য দিন বলেই মনে করছেন বিজেপির একাংশ। আজ পূর্ব মেদিনীপুরে সভার পর কলকাতায় ফিরে অমিতের একটি জরুরি কর্মসূচি রয়েছে। আজ পদ্মশিবিরে ইস্তাহার প্রকাশের দিন। অন্যদিকে নির্বাচনের আগে বিজেপির তরফে প্রচারে ঝড় তুলবে মোদি-অমিত জুটি।
2021-03-21