বুধবার ভোটের গরমে ফুটবে বাংলা। টক্কর এবার মমতা-মোদির। জোড়া সভা করবেন নরেন্দ্র মোদি। প্রথমে শিলিগুড়ি, তারপর ব্রিগেড। পাল্টা দিনহাটায় সভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।
উত্তরবঙ্গে রাজায় রাজায় লড়াই। বুধবার প্রথমে শিলিগুড়িতে নরেন্দ্র মোদির সভা ৷ তারপর, বুধবারই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করবেন কোচবিহারের দিনহাটা থেকে ৷
উত্তরবঙ্গের নানা জায়গায় সংগঠন রয়েছে আরএসএসের। রয়েছে আরএসএস পরিচালিত স্কুলও। বিজেপির ধারণা, উত্তরবঙ্গে এখনও ধর্মীয় মেরুকরণের কৌশলে প্রচার করলে প্রভাব তৈরি করা যায় ৷ এছাড়া, নানা সময়ে বাংলাদেশ থেকে যে সব হিন্দুরা এ দেশে এসেছেন তাঁদের মনেও তীব্র আবেগ কাজ করে। যাকে কাজে লাগাতে চাইছে বিজেপি ৷
আদিবাসী প্রধান আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এবার বিজেপি মুখ করেছে জন বার্লাকে। যিনি একসময়ে ছিলেন আদিবাসী বিকাশ পরিষদের নেতা। দার্জিলিঙে বিজেপিকে সমর্থন করছে জিএনএলএফ এবং বিমল গুরুংরা। বিজেপির দাবি, জলপাইগুড়ির ধূপগুড়ি, ময়নাগুড়ির মতো বিভিন্ন এলাকাতেও তারা জোরদার লড়াই দিতে পারবে ৷ এ সব কারণেই মরিয়া মোদির টার্গেট উত্তরবঙ্গ।
তৃণমূল জানে বিজেপিই রাজ্যে তাদের প্রধান প্রতিপক্ষ। তাই এক ইঞ্চি জমিও তারা ছাড়তে নারাজ। দিনহাটার সভা থেকে মোদিকে পাল্টা জবাব দেবেন মমতা। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ রয়েছে। বিরোধীদের দাবি, রয়েছে প্রতিষ্ঠানবিরোধী হাওয়াও। কিন্তু, এ সব ফ্যাক্টরকে কাজে লাগিয়ে বিজেপি যাতে তাদের বিপাকে ফেলতে না পারে তা নিশ্চিত করতে উত্তরবঙ্গে প্রচারে ঝড় তোলার অপেক্ষায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তরবঙ্গের প্রতিটি লোকসভা কেন্দ্রে একাধিক সভা করবেন মমতা।
শিলিগুড়ির পরে বুধবার মোদির সভা ব্রিগেডে। সাড়ে তিনটের পর তাঁর মঞ্চে ওঠার কথা।