নবান্নে মুখ্যমন্ত্রীর জুনিয়র চিকিৎসক বৈঠকের শেষপর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে একটি মন্তব্য করেন। ওই হবু চিকিৎসক বলেন, “আমরা রোগীর নাম বিবেচনা করে চিকিৎসা করি না।” এমন কথা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও পাল্টা জবাব দেননি। যদিও, সম্প্রতি এক বৈদ্যুতিন মাধ্যম এই সাক্ষাৎকার দিতে গিয়ে নাম দেখে চিকিৎসকরা রোগী দেখছেন বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
প্রসঙ্গত, ওই মন্তব্যে সম্প্রচারিত হওয়ার পর বাংলা জুড়ে নিন্দার ঝড় উঠেছিল। অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করে রোগীর চিকিৎসকদের শাশ্বত সম্পর্কে বিভাজনের বলিরেখা টেনে দিয়েছেন। বৈঠক শেষে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল হয়তো ফিরবে। সচল হবে সরকারি হাসপাতালগুলি। কিন্তু প্রশ্ন থেকেই যাবে। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাঁর মন্তব্যের এখনও প্রত্যাহার করেননি। এবং এদিনের বৈঠকের শেষ পর্বে যখন ওই হবু চিকিৎসক মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে “নাম বিবেচনা না করে চিকিৎসা দেওয়া”র কথা উল্লেখ করেন, তখনও তার কোনও সদুত্তর দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়।